মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহে মহেশপুরে অবৈধভাবে বিল খননের মাটি বিক্রি করার অভিযোগে আব্দুর রহমান নামে এক জনকে একমাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন।
মহেশপুর পৌরসভাধীন পাতিবিলা বিলের মালিক আব্দুর রহমান দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি বিক্রি সাথে জড়িত আছেন। তিনি ফজলী জমিসহ খাস জমি থেকে মাটি কেটে করে বিক্রি করে থাকেন। এলাকার মানুষ আব্দুর রহমানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করেন।
সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম জানান, পাড়া-মহল্লার মানুষের ভোগান্তি দিয়ে বিল খননের মাটি বিক্রির দায়ে বিলের মালিক আব্দুর রহমানকে একমাসের কারাদন্ড দেয়া হয়েছে।