মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে জোরপূর্বক গাছ কেটে ভূমি দখলে অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। উপজেলার এসবিকে ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আছিফুদ্দৌলা চৌধুরী এমন অভিযোগ আনেন ওই গ্রামের সাইফুল আলম চৌধুরী, ফরিদুল আলম চৌধুরী, নুরুজ্জামান মিঠু চৌধুরী, তাহেরুজ্জামান চৌধুরী, নাছিম চৌধুরী, ছোটন চৌধুরী, আরিফ চৌধুরী, কয়েল চৌধুরী গংদের বিরুদ্ধে।
২ মার্চ দুপুরে এক সাংবাদিক সম্মেলনে আছিফুদ্দৌলা চৌধুরী বলেন, তার চাচা সাইফুল আলম চৌধুরীর নেতৃত্বে তার জ্ঞাতি গোষ্ঠিরা শরিকানা ও কেনা জমিতে থাকা গাছগাছালি গত ২৫ ফেব্রুয়ারি কেটে নেয়। বাধা দিলে খুন জখমের হুমকি দেয়। এ বিষয়ে মহেশপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
এ বিষয়ে সাইফুল আলম জানান, তার দখলে কিছু সরকারি জমি আছে। বাকি জমি তার পৈতৃক সূত্রে পাওয়া। প্রতিপক্ষ মিঠু চৌধুরী বলেন, জায়গা জমি নিয়ে কিছু ঝামেলা আছে। আমরা স্থানীয়ভাবে বসে সেটা ঠিক করে নেবো। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তার চাচা মহাব্বতদ্দৌলা চৌধুরী, স্ত্রী রুপা চৌধুরী ও বোন সুষমা চৌধুরী।