মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীকে ঘায়েল করতে স্বামী সেলিম রেজা তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে সাত ধারাসহ একাধিক মিথ্যা মামলা দায়ের করেছে। অসহায় স্ত্রী আনোয়রা বেগম পড়েছে মহা বিপাকে।
এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ,উপজেলার শংকরহুদা গ্রামের মৃত আক্কাচ আলীর বিধবা স্ত্রী আনোয়ারা বেগমকে ২ বছর পূর্বে একই গ্রামের ফজলু রহমানের ছেলে সেলিম রেজা ফুঁসলিয়ে বিয়ে করেন। বিয়ের পর নানা অজুহাতে আনোয়ারার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেয় প্রতারক সেলিম রেজা।
নির্যাতিত ভিকটিম আনোয়ারা জানায়, ২ বছর পূর্বে সেলিম রেজা ফুঁসলিয়ে তাকে বিয়ে করে। বিয়ের পর প্রতারণা করে আনোয়ারার শেষ সম্বল জমি জায়গা,নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৭লাখ টাকার সম্পত্তি হাতিয়ে নিয়েছে। নিঃস্ব আনোয়ারা বর্তমানে মহেশপুর পৌরসভাধীন জলিলপুর বাজারে ভাড়া বাসায় থেকে মানবেতর জীবন যাপন করছেন। সে আরো জানায়, তার প্রতারক স্বামী সেলিম রেজা তাকে সহ তার বোন ও ভাগ্নেদের নামে আদালতে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
শুক্রবার রাতে তার ভাড়া বাসায় গিয়ে সেলিম রেজা বলে তাকে অপহরন করে হত্যা করে গুম করে ফেলবে। বর্তমানে আনোয়ারা নিরাপত্তাহীনতায় ভুগছে। আনোয়ারা মিথ্যা মামলা থেকে পরিত্রান ও সুষ্ঠু বিচার পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।