মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
শুক্রবার দিবাগত রাতে মহেশপুর মাটিলা ও শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১০জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
৫৮ বিজিবির উপ-পরিচালক তসলিম তারেক জানান, তালসার মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো, যশোরের ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের আক্তার (৪০), নদী আক্তার (৩২) ও হোসেন আলী (২২), পাল্লা গ্রামের মনিরুল মন্ডল (১৮) ও ফাতেমা (২৮) এবং ঝিনাইদহ জেলার কোটচাদপরের সলেমানপুর গ্রামের সাঈদ হোসেন (১৬), যশোর জেলার বাঘারপাড়ার ঘোড়ানাছ গ্রামের রমেশ চন্দ্র বিশ্বাস (৬৪), একই জেলার ঝিকরগাছা থানার সেকেন্দকাঠি গ্রামের জুলফিকার আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭), শরিয়তপুর জেলার পাটনিগাও গ্রামের কমল মন্ডল (৩৪), ফরিদপুর জেলার সদরপুরের হাটকৃষ্ণপুর গ্রামের বমল চন্দ্র রায় (৫৮)। বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। শনিবার সকালে আটকদের আদালতে পাঠানো হয়েছে।