নিজস্ব প্রতিবেদক
উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিশু ছাত্র-ছাত্রীসহ অন্যান্যদের স্মরণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা। তাদের রূহের মাগফেরাত ও অগ্নিদগ্ধে আহতদের সুস্থতা কামনা করে গতকাল দুপুরে যশোর মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমপ্লেক্স ভবনে দোয়া করেন মুক্তিযোদ্ধারা। এ সময় তারা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের তথ্যমতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৪ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে ৩০ জন মারা গেছেন।