মারুফ রায়হান, মাগুরা
বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা বিএনপির ২৪ নেতা-কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত। মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩০ জন নেতা-কর্মী আত্মসমর্পন করলে জেলা ও দায়রা জজ অমিত কুমার রায় ৬ জনের জামিন মঞ্জুর করে বাকী ২৪ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি মাগুরা শহরতলীর পারলা প্রাথমিক বিদ্যালয় এলাকার ঘটনা উল্লেখ করে পুলিশ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৬ জনকে আসামি করে বিস্ফোরক আইনে গত ২৩ ফেব্রুয়ারি মাগুরা সদর থানায় পুলিশ মামলা দায়ের করে। আসামিরা গত ১ মার্চ ২৩ উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে আদালত ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আদালতের নির্দেশে আসামিরা গত ১১ মার্চ মাগুরা জেলা জজ আদালতে হাজির হলে আদালত ২৭ এপ্রিল জামিন শুনানির জন্য দিন ধার্য করেন। সে মোতাবেক আসামিরা বৃহস্পতিবার মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত ৬ জনের জামিন মঞ্জুর করেন। আর জেলা বিএনপি নেতা সৈয়দ রফিকুল ইসলাম তুষার, যুবদল নেতা মিজানুর রহমানসহ ২৪ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় আসামীদের পক্ষে আদালতে এ্যাড.নিতাই রায় চৌধুরী, শাহেদ হাসান টগর, রোকনুজ্জামান খানসহ প্রায় ২০ জন আইনজীবী জামিন শুনানিতে অংশ নেন এবং জামিনের আবেদন করেন। সরকার পক্ষে পিপি এস্কেন্দার আজম বাবলু জামিনের বিরোধিতা করেন।
এদিকে মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান তিতাস তীব্র নিন্দা জ্ঞাপন করে এ ধরনের সকল গায়েবি মামলা প্রত্যাহারের দাবি জানান।
সর্বশেষ
- খুলনা বিভাগে বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী, শৃঙ্খলা রক্ষায় কঠোর হাইকমান্ড
- মায়ের পথচলা যেখানে থেমেছে, সেখান থেকেই এগিয়ে নেওয়ার শপথ তারেক রহমানের
- বেনাপোল কাস্টমসের শীর্ষ পদে পরিবর্তন, বদলি ১৭ কমিশনার
- জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া
- মায়ের জানাজায় দোয়া চাইলেন ছেলে
- খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত
- যতদূর চোখ যায়, মানুষ আর মানুষ
- খালেদা জিয়ার জানাজায় যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক
