মারুফ রায়হান, মাগুরা
বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা বিএনপির ২৪ নেতা-কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত। মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩০ জন নেতা-কর্মী আত্মসমর্পন করলে জেলা ও দায়রা জজ অমিত কুমার রায় ৬ জনের জামিন মঞ্জুর করে বাকী ২৪ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি মাগুরা শহরতলীর পারলা প্রাথমিক বিদ্যালয় এলাকার ঘটনা উল্লেখ করে পুলিশ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৬ জনকে আসামি করে বিস্ফোরক আইনে গত ২৩ ফেব্রুয়ারি মাগুরা সদর থানায় পুলিশ মামলা দায়ের করে। আসামিরা গত ১ মার্চ ২৩ উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে আদালত ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আদালতের নির্দেশে আসামিরা গত ১১ মার্চ মাগুরা জেলা জজ আদালতে হাজির হলে আদালত ২৭ এপ্রিল জামিন শুনানির জন্য দিন ধার্য করেন। সে মোতাবেক আসামিরা বৃহস্পতিবার মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত ৬ জনের জামিন মঞ্জুর করেন। আর জেলা বিএনপি নেতা সৈয়দ রফিকুল ইসলাম তুষার, যুবদল নেতা মিজানুর রহমানসহ ২৪ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় আসামীদের পক্ষে আদালতে এ্যাড.নিতাই রায় চৌধুরী, শাহেদ হাসান টগর, রোকনুজ্জামান খানসহ প্রায় ২০ জন আইনজীবী জামিন শুনানিতে অংশ নেন এবং জামিনের আবেদন করেন। সরকার পক্ষে পিপি এস্কেন্দার আজম বাবলু জামিনের বিরোধিতা করেন।
এদিকে মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান তিতাস তীব্র নিন্দা জ্ঞাপন করে এ ধরনের সকল গায়েবি মামলা প্রত্যাহারের দাবি জানান।
সর্বশেষ
- বাগআঁচড়ায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
- দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে শার্শা বিএনপি’র প্রস্তুতি সভা
- যশোরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- রেস্তোরাঁর এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মৃত্যু
- টাকা ও স্বর্ণালংকার ছিনতাই, সাবেক স্ত্রী ও শাশুড়িসহ তিনজনের নামে মামলা
- আগামী মাসগুলোতে চালের দাম কমে আসতে পারে
- পাকিস্তানকে বিদায় করে ফাইনালে বাংলাদেশ
- বিশেষ বাহিনীর সদস্যকে মারপিট, নারীসহ চারজনের বিরুদ্ধে মামলা