মাগুরা প্রতিনিধি :
মাগুরা ছোনপুর গ্রামে গৃহবধূ চাঁদনি হত্যার প্রতিবাদে ইদ্রিসসহ অন্যান্য আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। চাঁদনির পক্ষে ভিটাশাইর ইসলামবাগ পাড়াবাসী বৃহস্পতিবার বেলা ১১ টার সময় মাগুরা টেক্সটাইল মিলের সামনে মানববন্ধন করে এলাকাবাসী। চাঁদনি খাতুনের মা আনোয়ারা বেগম (৪৫) বলেন, গত বৃহস্পতিবার বিকালে ছোনপুর গ্রামের আশরাফুল খা এর বড় ছেলে ইদ্রিস খা আমার মেয়ে চাঁদনিকে ব্যাপক আকারে মারধর করে হত্যা করেছে। এ সময় মাগুরা-যশোর হাইওয়ে রোডে মাগুরা টেক্সটাইল মিলের সামনে শত শত লোকজন ইদ্রিসসহ চাঁদনী খাতুনকে হত্যার প্রতিবাদে ফাঁসি ও বিচারের দাবিতে মানববন্ধন করে।
