মাগুরা প্রতিনিধি
মাগুরায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মুত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ ও স্বজনরা জানান, রোববার দুপুর ১ টার দিকে সদর উপজেলার লস্করপুর গ্রামে নানা বাড়ির পুকুরে ডুবে সাদিকুল ইসলাম (২) মারা যায়।
দুপুরের দিকে সাদিকুল বাড়ির পাশের পুকুরে পড়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাঁচ দিন পূর্বে শিশু সাদিকুলকে নিয়ে লস্কারপুর বাবার বাড়ি বেড়াতে আসে সাদিকুলের মা।
অপরদিকে, মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নিজ বাড়ির পাশের পুকুরে ডুবে আলিফ (২) মারা যায়। বেলা ১১ টার দিকে বাড়ির সদস্যদের অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরের পানিতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এহসানুল হক মাসুম জানান, বেলা দুইটার দিকে জেলার পৃথক দুই জায়গা থেকে পানিতে পড়া দুই শিশুকে নিয়ে আসে স্বজনরা। দুজনকেই আমরা মৃত অবস্থায় পেয়েছি।
