নিজস্ব প্রতিবেদক
মসজিদ কমিটির টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে জেলা যুবদলের সদস্য মুন্সী মিরান হোসেন (৪২) শনিবার রাতে ঢাকার একটি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঈদের আগের দিন রাতে স্থানীয় প্রতিপক্ষরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় মিলনের পক্ষের লোকজন শনিবার রাত সাড়ে ১০টার দিকে হামলায় জড়িত ওই মসজিদ কমিটির সাবেক সভাপতি স্থানীয় বিএনপি নেতা জামিরুল ইসলামের শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের বাড়িতে আগুন দিয়েছে।
অন্যদিকে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের নেতৃত্বে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। পরে মাগুরা সদর থানার সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শান্তির দাবি জানানো হয়।
গত ৩০ মার্চ রোববার রাত ৯টার দিকে শ্রীপুর উপজেলার নাকোল মল্লিকপাড়া জামে মসজিদে মুসল্লিদের কাছ থেকে আদায়কৃত টাকার হিসাব নিয়ে মসজিদ কমিটির সাবেক সভাপতি স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য জামিরুল ইসলামের সাথে যুবদল নেতা মিরান হোসেনের বাকবিতণ্ডা হয়। এ সময় জামিরুল মুন্সি সমর্থিতরা মিরান হোসেনের ওপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। মাথায় লাঠির আঘাতে মিরান গুরুতর আহত হলে তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং পরে ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় শনিবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
মাগুরার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী বলেন, মৃত্যুর খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।