নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদক মামলা উপশহর এলাকার রাজু ও রাজারহাটের রিপনকে সাত বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পারভেজ শাহরিয়ার এই আদেশ দেন। আসামি রাজু উপশহর এইচ ব্লক এলাকার আব্দুল হালিমের ছেলে এবং রিপন রাজারহাটের মৃত সেলিমের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের সদস্যরা ২০১৬ সালের ৪ আগস্ট দুপুরে শহরের আটাপট্টি এলাকার মাড়ুয়া মন্দিরের পাশে একটি দোকানে মাদক ক্রয়বিক্রয় হচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। সেখানে একটি টিম অভিযান চালিয়ে রিপনের পান সিগারেটের দোকান থেকে রাজুকে আটক করে। ওই দোকান থেকে উদ্ধার করা হয় ১৫০ পিস ইয়াবা ও দুই বোতল ফেনসিডিল। এসময় দোকান মালিক রিপন পালিয়ে যায়। এঘটনায় দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন উপ পরিদর্শক বদরুল হাসান।
মামলাটি তদন্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোশারফ হোসেন ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে গত রোববার মামলার রায় ঘোষণার দিনে বিচারক দুই আসামিকে একই ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদ- ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পৃথক আরেকটি ধারায় দুইবছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আসামি রিপন পলাতক রয়েছে।