মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি: নড়াইলের একটি মাদক মামলায় মহেশপুরের মামা-ভাগ্নেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেরামত আলী এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
দণ্ডিতরা হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের মুকুল হোসেন ও একই গ্রামের ইসমাইল হোসেন। তারা দুজন আপন মামা-ভাগ্নে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন। নড়াইলের একটি মাদক মামলায় নড়াইল থানা পুলিশ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে বিচারকাজ শুরু করেন। দীর্ঘ সাত বছর পর সোমবার এ মামলার রায় ঘোষণা করা হয়।