মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: রোববার সকালে মহেশপুর ৫৮ বিজিবি’র হেড কোয়ার্টারে আন্তঃসীমান্ত মানবপাচার প্রতিরোধ বিষয়ক দক্ষতা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
৫৮ বিজিবি’র উপ-পরিচালক মেজর তসলিম তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৫৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শাহীন আজাদ। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন, জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সিরাজ উদ্দিন বেলাল, জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধি এবিএম মুহিত হোসেন ও সাংবাদিক আব্দুর রহমান। সভায় মানবপাচার প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি মানবপাচার প্রতিরোধে সকলকে সক্রিয়ভাবে কাজ করার আহবান জানান। এই সভায় ৫৮ বিজিবি’র ১৯ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও কোম্পানী কমান্ডারগন উপস্থিত ছিলেন।