নেংগুড়াহাট (মণিরামপুর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে ইভা(১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। রবিবার সকালে তার নিজ ঘর থেকে মরাদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
নিহত ইভা উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রামনাথপুর গ্রামের মনিরুজ্জামান সরদারের মেয়ে। এবং চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। গ্রামের স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানাগেছে- মায়ের উপর অভিমান করে ইভা আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।