বিনোদন ডেস্ক: বুধবার আচমকাই খবর রটে যায়, মা হতে চলেছেন মালাইকা আরোরা। বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছে অর্জুন এবং মালাইকা। এ বার সেই সম্পর্কের এক ধাপ উত্তরণ হচ্ছে বলে ধরে নিয়েছিলেন অনেকেই। সন্তানের জন্ম দিতে চলেছেন এই তারকা জুটি।
অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে পাওয়া এই ‘খবর’ যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। এবার মালাইকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে মুখ খুলল অভিনেত্রীর পরিবার ও মালাইকার সঙ্গী অর্জুন কাপুর।
মালাইকা অন্তঃসত্ত্বা হওয়ার খবর পুরোটাই গুজব বলে উড়িয়ে দিল অভিনেত্রীর পরিবার। এই ভূয়া খবর ছড়িয়ে পড়ায় যে তারা বেশ বিড়ম্বনায় পড়েছেন, তা স্পষ্ট বোঝা গেল পরিবারের প্রতিক্রিয়া দেখে।
অন্যদিকে, মালাইকার ভূয়া প্রেগন্যান্সির খবর ছড়ানোয় রেগে গেলেন অর্জুন কাপুরও। যে সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবরটি প্রথম প্রকাশিত হয়, তাদের উদ্দেশে অর্জুন লেখেন, ভীষণ অনৈতিক কাজ করেছেন আপনারা। আমরা পাত্তা দিই না বলে এমনটা নয় যে, যা খুশি লেখা যায়। আমাদের ব্যক্তিগত জীবনে নাক গলানোর চেষ্টা করবেন না।
অর্জুন কাপুর এবং মালাইকা অরোরার প্রেম নিয়ে কৌতূহল বরাবরই ছিল। আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল তাদের সম্পর্কের খবর। মুাম্বই শহরের নানা জায়গায় তাদের একসঙ্গে ধরে ফেলতেন আলোকচিত্রিরা। কয়েক বছর যাওয়ার পর অবশ্য তারা দু’জনেই সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন। তখন থেকেই কবে তারা বিয়ে করবেন, সেই জল্পনা চলছেই।
আরও পড়ুন: জনপ্রিয় পপ তারকা ক্রিস্টিন ম্যাকভির মৃত্যু