নিজস্ব প্রতিবেদক
মিটিং মিছিলে যাওয়াকে কেন্দ্র করে হামলায় তিনজন আহত হয়েছেন। তারা হলেন, শার্শার রাজনগরের মাসুদুর রহমান রিংকু (৩৫), শ্যামলাগাছি উত্তরপাড়ার আবুল হোসেন (৫০) ও তার ভাতিজা হামজের আলী (২২)। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে শার্শার শ্যামলাগাছি গেট মোড় এলাকায়। আহতরা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত আবুল হোসেন জানান, এ এলাকা থেকে যশোর শহরে বিএনপির মিটিং মিছিলে যায় কিছু যুবক। তাদেরকে আওয়ামী লীগের কর্মীরা দেখা হলে গালিগালাজ করে। সকালে শ্যামলাগাছি গেট মোড়ের টিটোনের চায়ের দোকানে আবুল হোসেন, হামজেরসহ কয়েকজনের সাথে একই এলাকার শফিয়ার রহমান, তুহিন হোসেন, জসিম উদ্দিন, ইব্রাহিম হোসেন, রাজু, জিয়া, মামুনসহ ৪/৫ জনের সাথে তর্কাতর্কির একপর্যায়ে কিলঘুষির ঘটনা ঘটে। পরবর্তীতে দুপুরে দুইপক্ষই স্থানীয় চেয়ারম্যান কবির হোসেন তোতার ডাকে একত্রিত হয়। ঘটনাস্থালে পুলিশ আসলে দুই পক্ষের মধ্যেই উত্তেজনা সৃষ্টি হয়। এসময় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেন। বিকেলে বিএনপিপন্থি রাজনগরের মাসুদুর রহমান শ্যামলাগাছি গেট মোড় এলাকায় আসলে শফিয়ার রহমান, তুহিন হোসেন, জসিম উদ্দিন, ইব্রাহিম হোসেন, রাজু, জিয়া, মামুনসহ ৪/৫ তাকে কুপিয়ে আহত করে। এসময় আবুল হোসেন ও তার ভাতিজা হামজের এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, তাদের শরীরের বিভিন্নস্থানে কোপানো ও আঘাতের চিহ্ন রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।