নিজস্ব প্রতিবেদক
কারা মুক্তির পর যশোর কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে বিএনপির তিন নেতাসহ কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে দাবি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাদেরকে আটক করে নাশকতার অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আবার তাদেরকে আদালতে চালান দেওয়া হয়েছে।
আটককৃত নেতাদের মধ্যে আছেন, যশোরের অভয়নগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মশিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈম উদ্দিন বিজয় ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান।
যশোর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, ‘কারা ফটক থেকে কাউকে আটক করা হয়নি। নওয়াপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। একটি মামলা থেকে তারা জামিন নিয়েছেন নাশকতার অন্য মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
এদিকে সোমবার রাতে অভিযান চালিয়ে শার্শা উপজেলার নাভারণ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সাজেদুর রহমান ও কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন বিএনপি নেতা জিয়াউর রহমানকে আটক করেছে পুলিশ।
এদিকে যশোর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামে মারধর করা হয়েছে। আওয়ামী লীগের একদল সন্ত্রাসী তার উপর হামলা ও নির্মম নির্যাতন করে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘রাজপথে বিএনপির আজ কোনো কর্মসূচি না থাকলেও পুলিশ বিএনপির নেতাকর্মীদের গণগ্রেপ্তার অব্যাহত রেখেছে। দলের নেতাকর্মীরা গণগ্রেপ্তার এড়াতে ঘরে থাকছে না। এই শীতের মধ্যে তারা গ্রামের মাঠে- ঘাটে রাত জেগে মানবেতর জীবন যাপন করছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। জনগণ ঠিকই এর জবাব দিবে।