নিজস্ব প্রতিবেদক
যশোরস্থ স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাপ্তাহিক প্রকল্প আইডিয়া ফ্রাইডে মিলের একাধারে ১৮০ তম সপ্তাহ পার হলো শুক্রবার। ২০২১ সালের ১৫ অক্টোবর (শুক্রবার) তারিখ থেকে শুরু হয়ে অদ্যাবধি কোন শুক্রবার ফ্রাইডে মিল বন্ধ হয়নি। এটিই রমযানে ‘আইডিয়া ফ্রাইডে ইফতার’ হিসেবে পরিচালনা করে শিক্ষার্থীরা।
সেই ধারাবাহিকতায় গত শুক্রবার ১৮০ তম আইডিয়া ফ্রাইডে মিল কে কেন্দ্র করে দেড় শতাধিক শ্রমজীবী ও মেহনতি মানুষের সাথে আয়োজন করা হয় আড়ম্বরপূর্ণ ইফতার। শ্রমজীবী ও মেহনতি মানুষেরাই অতিথি হিসেবে উপস্থিত হয় আইডিয়া প্রাঙ্গণে। সুসজ্জিত চেয়ার টেবিলের সামনে ২০ রকমের পদ সাজানো ইফতারের প্লেট এবং শরবত দিয়ে আপ্যায়ন করা হয় ১৫০ এর অধিক মানুষকে। একই টেবিলে বসা আইডিয়ার স্বেচ্ছাসেবকসহ সংগঠনের সকলেই।
আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা জনাব মো হামিদুল হক নিজে তাদের সাথে বসে ইফতারি করেন। তিনি বলেন, “আমাদের প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ও সম্মিলিত প্রয়াস ই পারে বহু মানুষের প্রশান্তির কারণ হতে। ঠিক তেমনি একটি প্রকল্প আইডিয়া ফ্রাইডে মিল। আজ থেকে ১৭৯ সপ্তাহ আগের শুক্রবারে মাত্র ১০০০ টাকা দিয়ে আমার ছেলেমেয়েরা এই কাজ শুরু করেছিলো। বিনা পুঁজি, বিনা সঞ্চয় শুধু আত্মবিশ্বাস, নিষ্ঠা নিয়ে ওদের দেওয়া স্বেচ্ছাসেবায় মাঝে মাঝেই যোগ হয়েছেন নানান সুহৃদ। এভাবেই চলমান আছে আইডিয়া ফ্রাইডে মিল।
ইফতারে আগত অতিথি হাসান আলী পেশায় একজন মুদি দোকানদার। তিনি ইফতারের পরে জানান, আমাদের ইফতারি বলতে পানি আর দুমুঠো চিড়া, তাও দোকানে বসেই। আজকের এই আয়োজনে তৃপ্তির সাথে ইফতার করলাম, সাথেই এতো সম্মান, সেটায় শান্তি। রবিউল হাসান পেশায় দর্জি, তিনি বলেন, এরা সারা মাস পানি দেয় এলাকায়। ইফতারের সময় এদের দেওয়া ঠান্ডা পানি খেয়ে তৃপ্তি হয়। আজ আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসছে আর ভরপেট ইফতারি করালো আলহামদুলিল্লাহ। ভীষণ খুশি হয়েছি।