মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: মোংলা পৌর যুব মহিলা লীগের দুই নেত্রীকে বহিস্কার করা হয়েছে। রোববার সন্ধ্যায় মোংলা পোর্ট পৌর যুব মহিলা লীগের সভায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বহিস্কার করা হয়। যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ এপ্রিল যুগ্ম সম্পাদক সাজিয়া পারভীন স্বপ্না তার ভেরিফাই ফেসবুক আইডি (ঝধিঢ়হধ ঝধলরধ) থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিষ্টি কুমড়ার ছবিসহ উপহাস করে ও আপত্তিকর মন্তব্য করা হয়। সহ সভাপতি শিউলি আক্তার উৎসাহমূলক এবং তামাসামূলক মন্তব্য করে গুরুতর অপরাধ করেছেন বলে বহিস্কার করা হয়।