নিজস্ব প্রতিবেদক
যশোরের একাধিক হত্যা মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী শরিফুল ইসলাম জিতুকে আটক করেছে চাঁচড়া পুলিশ ফাঁড়ি সদস্যরা। একটি মোটরসাইকেল চুরির অভিযোগে শুক্রবার রাত সাড়ে ১০টায় যশোর জেনারেল হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। জিতু বারান্দী মোল্ল্যাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
চাঁচড়া ফাঁড়ির এসআই সাইদুর রহমান বলেন, গত বছরের ২৪ নভেম্বর চাঁচড়া এলাকা থেকে মণিরামপুরের ইত্তা গ্রামের আব্দুর রউফের ছেলে আবু তাহেরের একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। তদন্তে উঠে আসে এ চুরির সাথে জিতুর সংশ্লিষ্টতা রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে জিতুকে আটক করা হয়।
চাঁচড়া ফাড়ি ইনচার্জ ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান, জিতুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া সম্পতি তিনি অস্ত্রসহ আটক হয়। এরবাইরেও জিতুর বিরুদ্ধে বিস্ফোরক, মাদকের একাধিক মামলা রয়েছে।
সর্বশেষ
- বিসিবির নতুন অফিস হবে খুলনায় : বুলবুল
- ঢাকা থেকে গ্রেফতার যশোর যুবলীগ নেতা ‘টাক মিলন’
- মনিরামপুরে গভীর রাতে ভয়াবহ ডাকাতি
- না ফেরার দেশে অশোক কুমার রায়
- যশোরের চৌগাছা সীমান্তের হাওর থেকে যুবকের লাশ উদ্ধার
- হাদির মরদেহ ঢাকায়; আগামীকাল জানাজা ও দাফনের সিদ্ধান্ত
- প্রথম আলো ও ডেইলি স্টারের পাশে আছে সরকার— প্রধান উপদেষ্টার আশ্বাস
- কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে ভাঙচুর
