মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য তাওহিদ হাসান রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানে শত্রুতামূলক অগ্নিকাণ্ডের সাড়ে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। থানায় অভিযোরে ৪ দিন পরও মামলা না হওয়ায় ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি।
অভিযোগে জানা গেছে, ইউনিয়নের পাঁচগাও বাজারে ঘটনার দিন গত রোববার রাত সোয়া ১২টার দিকে সালমান এন্টারপ্রাইজের মালিক তাওহিদ হাসান রাসেলের মুদি মনোহারী ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় দোকানে থাকা চাল, ডাল, সোয়াবিন ও সুপার তেল এবং ৫ ব্যারেল ডিজেলসহ বিভিন্ন পণ্য পুড়ে সাড়ে ৮ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়। এ ঘটনায় ১০ এপ্রিল থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক বলেন, নির্বাচনের প্রতিপক্ষ ৭নং ওয়াডের বর্তমান ইউপি সদস্য বেল্লাল আকন তার লোকজন শত্রুতামূলক আগুন দিয়েছে। তিনি বলেন, সম্প্রতি কয়লা পাচার মামলায় ইউপি সদস্য বেল্লাল আকনকে আসামি করে মামলা ঘটনায় সন্দেহের বশবর্তী হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তিনি ন্যায়বিচারের জন্য উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
থানা ওসি সাইদুর রহমান বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক অজ্ঞাতনামা একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্তাধিন রয়েছে। তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ
- বাগআঁচড়ায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
- দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে শার্শা বিএনপি’র প্রস্তুতি সভা
- যশোরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- রেস্তোরাঁর এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মৃত্যু
- টাকা ও স্বর্ণালংকার ছিনতাই, সাবেক স্ত্রী ও শাশুড়িসহ তিনজনের নামে মামলা
- আগামী মাসগুলোতে চালের দাম কমে আসতে পারে
- পাকিস্তানকে বিদায় করে ফাইনালে বাংলাদেশ
- বিশেষ বাহিনীর সদস্যকে মারপিট, নারীসহ চারজনের বিরুদ্ধে মামলা