কল্যাণ ডেস্ক: একুশের চেতনা হলো মাথা নত না করা। এই চেতনায় বাঙালি তার গণতান্ত্রিক ও সাংস্কৃতিক স্বাধিকার অর্জনের সংগ্রামকে এগিয়ে নেয়। একুশোর পথ ধরেই বাংলাদেশ ১৯৭১ সালে ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা যে ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছি, এতসব ত্যাগ ও অশ্রুর বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে একুশে পালন হয় সমহিমায়। জাতি যথাযোগ্য মর্যাদার সাথে দেশের বিভিন্ন স্থানে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। দৈনিক কল্যাণের প্রতিনিধিদের পাঠানো :
রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইউনিটের উদ্যোগে দিবসের শুরুতে ইউনিট অফিসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করা, সকাল ৮.০০টায় বীর শহীদদের স্মরণে কেন্দ্র শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিট ও জেলা পরিষদ, যশোরের সম্মানিত চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সম্মানিত সেক্রেটারি জাহিদ হাসান টুকুনসহ ইউনিটের কার্যনির্বাহী কমিটি, ইউনিট অফিসার ও যুব স্বেচ্ছাসেবক বৃন্দ।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে উপ-পরিচালক আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম ও ঝিনাইদহ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীন। প্রধান আলোচক ছিলেন, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ও ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট আমির হোসেন মালিতা, এবং ঝিনাইদহ ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দীক।
মণিরামপুর (যশোর) প্রতিনিধি জানান, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা হাতেম আলী সরদার, অ্যাড. বশির আহম্মেদ খান, গোপাল মল্লিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র-১ কামরুজ্জামান কামরুল, ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফজলুর রহমান প্রমুখ। সভাশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যর পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি জানান,
মোংলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, মোংলা পোর্ট পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় সাংবাদিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান।
প্রতিমন্ত্রীর প্যারাবন গাছ রোপণ
২১ ফেব্রুয়ারি সোমবার সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোংলা নদীর চরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে প্যারাবন বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন। সোমবার সকাল ৮টায় প্যারাবন বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার নূর আলম শেখ। প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি আরো বলেন উপকূলীয় অঞ্চলের মাটি-পানি ও পরিবেশের কথা বিবেচনায় নিয়ে প্যারাবন বৃক্ষ রোপণ কর্মসুচি জোরদার করতে হবে।
ফ্রি মেডিকেল সেবা
ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে রাব্বি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার আয়োজনে মোংলা টাইমসের সার্বিক সহযোগিতায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি মাক্স বিতরণের আয়োজন করা হয় এখানে ফ্রি সুগার টেস্টসহ মেডিকেল সেবা নিয়ে ফ্রি ক্যাম্পিং মোংলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বই মেলার পাশাপাশি মোংলা পৌরসভার স্টলে ফ্রী মেডিকেল সেবা পরিচিত হয়।
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, পাটকেলঘাটায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কালোব্যাজ ধারণ ও দোয়া অনুষ্ঠান। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন তালা উপজেলা আওয়ামী লীগ ও সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সূর্য উঠার সাথে সাথে আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, হারণ-অর-রশীদ কলেজ, আল-ফারুক প্রি-ক্যাডেট একাডেমী, সোনামনি কিন্ডার গার্ডেন, পাটকেলেশ্বরী শিশু বিদ্যাপীঠ, কুমিরা মহিলা কলেজ, কুমিরা পাইলট বালিকা বিদ্যালয়, কুমিরা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
রাজগঞ্জ (মণিরামপুর) প্রতিনিধি জানান, মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ান যুবলীগ ও ছাত্রলীগ উদ্যগে প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা। এ উপলক্ষে নেংগুড়াহাটের সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন সাংগঠনিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক শিক্ষাপ্রতিষ্ঠান।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি জানান, দীর্ঘ ৭০ বছর পর কয়েক হাজার মৎস্যজীবীর প্রাণোচ্ছ্বাসে সাগরদ্বীপ দুবলার চরে প্রথমবারের মতো উদযাপিত হলো আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। দুবলার চরের আলোরকোল জেলেপল্লীর কয়েক হাজার মৎস্যজীবী, বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা সমবেত হয়ে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে স্মরণ করেন ভাষা শহীদদের। এ উদ্দেশ্যে সেখানে এ বছরই প্রথম নির্মিত হয়েছে দৃষ্টি নন্দন অস্থায়ী শহীদ মিনার ।
পূর্ব সুন্দরবনের দুবলা ফরেষ্ট টহলফাড়ির ইনচার্জ প্রহলাদ চন্দ্র রায় জানান, রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, প্রভাত ফেরী, শহীদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সাগরদ্বীপ দুবলায় এই প্রথমবারের মতো পালিত হয়েছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। আলোরকোল ছাড়াও বঙ্গোপসাগর তীরবর্তী শ্যালারচর, নারকেলবাড়িয়া সহ বিভিন্ন চরের জেলে ও শুটকী ব্যবসায়ীরা শহীদ মিনারে পুষ্প ও মাল্যদান করে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
কেশবপুর (যশোর) প্রতিনিধি জানান, কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে সোমবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কেশবপুর পৌরসভা, কেশবপুর থানা, কেশবপুর প্রেসক্লাব, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স, কেশবপুর উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, ওয়ার্কাস পার্টি, কমিউনিস্ট পার্টি, জেলা পরিষদ যশোর, যশোর পল¬ী বিদ্যুৎ সমিতি-২, প্রাথমিক শিক্ষক সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মধু খেলাঘর আসর, এসএসসি ১৯৮৬ ব্যাচসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
এছাড়া উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় মেডিকেল ক্যাম্প স্থাপন ও বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, কালিগঞ্জ কৃষ্ণনগরে ২১ ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিটে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্বরে শহীদ মিনারে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাফিয়া পারভীন সহ ইউপি সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে কৃষ্ণনগর পাবলিক লাইব্ররী, কৃষ্ণনগর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহিলুদ্দীন এন করিমুননেছা শিশু একাডেমি পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিকে দিবস টি উপলক্ষে রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় সুপার মুফতি শাহিনুর রহমানের সভাপতিত্বে শহীদের স্মরণে দোয়া করা হয় ।
নড়াইল প্রতিনিধি জানান, প্রতিবছরের ন্যায় এবারও ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় নড়াইলের শেখ রাসেল মিনি স্টেডিয়াম (কুড়িরডোব) মাঠে আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় আয়োজকরা জানান, নড়াইল একুশ উদযাপন পরিষদ এর আয়োজনে ভাষা শহীদদের স্মরণে ১৯৯৭ সালে নড়াইলে এই ব্যতিক্রমী আয়োজন শুরু হয়। প্রথম বছরে ১০ হাজার মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হলেও প্রতিবছর এর ব্যপ্তি বেড়েছে।
সন্ধ্যা হতেই মাঠে লাখো মোমবাতি একসাথে জ্বলে উঠে সেই সাথে বেজে ওঠে উচ্চ কন্ঠে শহীদের স্মরণে সেই আমার ভায়ের রক্ত রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এই গানের মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের গণসংগীত শুরু করে। সাথে সাথে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপি এম (বার) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা সিভিল সার্জন, ওয়ান লাইনে যুক্ত ছিলেন একুশের আলো সদস্য সচিব, নড়াইল চিত্রা থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি ও নাট্য ব্যক্তিত্ব কচি খন্দকারসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক গণমাধ্যম কর্মী বৃন্দ ছাড়াও হাজার হাজার দর্শক ঘন্টা ব্যাপী অনুষ্ঠানটি উপভোগ করেন।
সাতক্ষীরা জেলা প্রতিনিধি জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে ১২.০১ মিনিটে নব জীবনের পক্ষ হতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর সকাল ৯.৩০ মিনিটে নব জীবন প্রাঙ্গনে স্থাপিত শহীদ মিনারে নব জীবন পরিবারের পক্ষ হতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন নব জীবন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শহীদ খান, নব জীবন কার্যনির্বাহী কমিটির সভাপতি শামসুল আলম খান এবং নব জীবন এর নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। সকাল ১০.০০ টায় নব জীবন কার্য নির্বাহী কমিটির সভাপতি শামসুল আলম খান এর সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব জীবন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ খান। আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, নব জীবন এর নির্বাহী পরিচলাক তারেকুজ্জামান খান, নির্বাহী কমিটির নির্বাহী সদস্য আফরোজার রহমান খান চৌধুরী, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম এবং নবজীবন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক জাকির হোসেন।
অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা প্রথম প্রহর ১২টা ১ মিনিটে নওয়াপাড়া সরকারি মডেল স্কুল মাঠে অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করেন। ভাষা শহিদদের স্মরণে বিশেষ প্রার্থনা, জাতীয় সংগীত প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনুরূপ কর্মসূচি পালিত হয়।
ডুমুরিয়া (খুলনা) জানান, ডুমুরিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন প্রথম প্রহরে ডুমুরিয়া কলেজের শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞলি নিবেদন করে। পরবর্তীতে জাতীয় দৈনিক সাংবাদিক ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন,স্কুল কলেজ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয়,দলীয় ও কালো পতাকা উত্তোলনসহ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান এবং প্রভাতফেরিতে শহীদদের ¯œরণে পুষ্প অর্পন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন চিত্রাংকন প্রতিযোগিতা,কবিতা আবৃতিসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে। এছাড়াও শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। এসময় উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, ভাইস চেয়ারম্যানগণ,সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান সহ উপজেলায় কর্মরত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন ভাষা শহীদদের প্রতি পুষ্প অর্পণ শেষে আলোচনা সভার আয়োজন করে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোল্লা মোশাররফ হোসেন মফিজ।
শ্যামনগর (সাতক্ষীরা)
২১ ফেব্রুয়ারি ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ও উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সহকারী কমিশনার (ভূমি) শহীদুল্লাহ।
এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক গাজী, উপজেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মেহেদী হাসান মারুফ, রনজিত বর্মন । পরবর্তীতে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিবৃন্দ।
পাইকগাছা (খুলনা) জানান,
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্ব¡রে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চের উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য (পক্ষে), উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা পুলিশ, নৌ-ফাঁড়ি পুলিশ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, লোনাপানি কেন্দ্র, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আইনজীবী সমিতি, পল্লী বিদ্যুৎ সমিতি, বিএনপি ও অঙ্গসংগঠন, আওয়ামী ন্যাশনাল পার্টি, শিব্সা সাহিত্য অঙ্গন, পাইকগাছা প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, নিরাপদ সড়ক চাই (নিসচা), হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, হাটার সাথী সংগঠন, চতুস্কোন, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, টাউন মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনসার ও ভিডিপি কার্যালয়, এনআরবিসি ব্যাংক, সিপিপিসহ বিভিন্ন রাজনৈতিকদল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের কার্যালয় চত্বরে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা শেখ মোকছেদ আলী, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী সদস্য রুমা রানী বরকন্দাজ, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ। এসময় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অমর একুশে ফেব্রুয়ারি ২০২২ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে প্রভাত ফেরি, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জুলফিকার আব্দুল্লাহ, সিনিয়র সহকারী শিক্ষক আনিসুর রহমান, শিক্ষক আবু সাঈদ, মামুনুর রশীদ, ফাতেমা নাসরিন, মো. হাবিবুল্লাহ, মাও. আবুল খায়ের প্রমুখ। এর আগে অমর ২১এর প্রথম প্রহরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, সকালে প্রভাত ফেরি, বিদ্যালয়ের শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও র্যালি অনুষ্ঠিত হয়। শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে প্রতিষ্ঠানের হল রুমে চীফ ইন্সট্রাক্টর ড. এমএম নজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আেবদুল কুদ্দুস সরদার। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চীফ ইন্সট্রাক্টর মাছুম বিল্লাহ, চীফ ইন্সট্রাক্টর কল্লোল রায়, চীফ ইন্সট্রাক্টর মমতাজ উদ্দিন চৌধুরী, ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী আহসান কবীর, ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের বিভাগীয় প্রধান ছিদ্দিক আলী, এনভায়রনমেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কুমার দাস প্রমুখ।
অমর একুশে ফেব্রুয়ারি ২০২২ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে প্রভাত ফেরি, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হল রুমে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস এঁর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, মো. সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, মো. আবুল হাসান, শেখ মোবাশশেরুর রহমান, শ্যামল কুমার দাশ প্রমুখ।
অমর একুশে ফেব্রুয়ারি ২০২২ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে প্রভাত ফেরি, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, তৈয়েবুর রহমান, কবীর হোসেন ও দেবব্রত কুমার মন্ডল প্রমুখ।