ঢাকা অফিস
সড়কে পড়ে থাকা কাগজ বা ময়লা সরিয়ে ছোট ছোট কাজের মধ্য দিয়ে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বড় আন্দোলনের পাশাপাশি নাগরিক দায়িত্ববোধ থেকেও আমাদের এগিয়ে আসতে হবে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “আজ যেহেতু আমাদের কোনো কর্মসূচি নেই, তাই রাস্তায় ভিড় করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা উচিত নয়। যত দ্রুত সম্ভব রাস্তা খালি করে দিতে হবে।”
তিনি আরও বলেন, “যখন কর্মসূচি থাকবে, তখন আপনাদের সামনে বিস্তারিত বক্তব্য দেবো। যার পক্ষে যতটুকু সম্ভব, দেশের জন্য কাজ করি। কোথাও যদি রাস্তায় একটি কাগজ বা ময়লা পড়ে থাকে, সেটি আমরা সরিয়ে দেবো। এভাবেই ছোট ছোট কাজের মাধ্যমে দেশটাকে গড়ে তুলতে হবে।”
এ সময় তিনি নেতাকর্মীদের অনুরোধ জানান, যেন দ্রুত রাস্তা ছেড়ে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করা হয়।
এদিন বিকেল সাড়ে ৩টায় দীর্ঘ দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। তার আগমনে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ উপলক্ষে নয়াপল্টন ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এর আগে রোববার (২৮ ডিসেম্বর) তিনি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে যান। এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর বেগম খালেদা জিয়ার জন্য এই কার্যালয়টি খোলা হয়েছিল।
প্রসঙ্গত, প্রায় দেড় যুগের নির্বাসন শেষে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। এতে সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।
