নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন বাঁচানো যায়নি। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা গেছেন। ইন্না…রাজেউন। গত ২৩ ফেব্রুয়ারি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে এবং ঢাকায় নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে তিনি চির বিদায় নিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার যশোর ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে চৌগাছায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন গত ২৩ ফেব্রুয়ারি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আরো বেশি অসুস্থ হওয়ার পরে তাকে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির আইসিইউতে ভর্তি করা হয়। প্রায় ৯দিন চিকিৎসাধীন থাকার পরে গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিন সন্ধ্যায় ওই হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান প্রফেসর দেবাশীষ বনিক ও নিউরোসার্জন প্রধান প্রফেসর ধীমান চৌধুরীর সমন্বয়ে গঠিত মেডিকেল টিম শাহানুর আলম শাহীনকে মৃত ঘোষণা করেন।
মৃত্যু শাহীনের শ্যালক পেশকার মিঠু জানান, বিকালে তারা ঢাকা থেকে শাহীনের মরদেহ নিয়ে রওনা দেন। গতকাল রাতেই তার লাশ যশোরে পৌছে যায়।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট জানান, রোববার শাহীনের মৃত্যুতে সকাল ১০ টায় ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হবে। এছাড়া ১০ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনে শাহীনের মরদেহ রাখা হবে। সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ১০টায় শাহীনের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে শাহীনের নিজ গ্রাম চৌগাছা সিংহঝুলি মাদ্রাসা ময়দানে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
এদিকে শাহানুর আলম শাহীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোটসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, লয়ার্স কাউন্সিল, ট্যাক্সেস বার এসোসিয়েশন যশোর, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানসহ নেতৃবৃন্দ, দৈনিক কল্যাণ সম্পাদক ও প্রকাশক একরাম-উদ-দ্দৌলাসহ পত্রিকা পরিবার।