নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিমিয়ে পড়া ক্রিকেটকে জাগিয়ে তোলার জন্য সাবেক ক্রিকেটারদের নিয়ে যাত্রা শুরু করলো যশোর এক্স-ক্রিকেটার্স এসোসিয়েশন নামে নতুন একটি সংগঠনের। বুধবার শামস্-উল-হুদা স্টেডিয়াম ইফতার মাহফিলের মাধ্যমে এ সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংগঠনের যাত্রা উপলক্ষে সাবেক ক্রিকেটারদের মিলন মেলায় পরিনত হয়। উপস্থিত সকলে যশোরে ক্রিকেট মান উন্নয়নের একসাথে কাজ করার জন্য একাত্ত প্রকাশ করেন।
বক্তব্য রাখেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকুজ্জামান, যশোর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, সাবেক ক্রিকেটার খান মোহাম্মাদ রফিক রতন, এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, আশিকুজ্জামান, তুষার ইমরান, সৈয়দ রাসেল, আসাদুল্লাহ খান বিপ্লব, শামীম এজাজ।
অনুষ্ঠানে রিপন অটোস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক ক্রিকেটার আইয়াজ উদ্দির রিপনের পরিচালনায় উপস্থিত ছিলেন যশোর চেম্বার অফ কমার্সের যুগ্ম সম্পাদক ও দৈনিক কল্যাণের ব্যবস্থাপনা সম্পাদক ইজাজ উদ্দিন টিপু।
আলোচনা শেষে যশোর জেলা দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশকে সংগঠনের আহ্বায়ক ঘোষণা করা হয়। কয়েকদিন পর পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়।