নিজস্ব প্রতিবেদক
সোমবার যশোর জেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) সম্পন্ন হয়েছে। এর আগে সকালে যশোর সদরের বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম। উপস্থিত ছিলেন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ, জেলার সাবেক ক্রীড়া কর্মকর্তা ইফতেখার আলম প্রমুখ।
বিকেলে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার ৩৬টি ইভেন্টে প্রথম স্থান অধিকারিরা খুলনা বিভাগীয় পর্যায় অংশ নেবে।
শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি এবং প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সৃজনশীল কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান এবং তাদের অবদানের স্বীকৃতি প্রদানে প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করে উজ্জীবিত করার লক্ষ্যকে সামনে নিয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।