নিজস্ব প্রতিবেদক
বিস্তারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও কেন্দ্রীয় যুবদল নেতা আব্দার ফারুকের হত্যাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, দোয়া মাহফিল, করব জিয়রাত ও শ্রদ্ধা নিবেদন। শুক্রবার যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের সাবেক এই চেয়ারম্যানের ১৮ তম হত্যা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি এবং তার পরিবার এই সকল কর্মসূচির আয়োজন করে।
জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলীয় নেতাকর্মীদের নিয়ে শেখহাটি গ্রামে আব্দার ফারুকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সদর উপজেলা বিএনপি, নগর বিএনপি, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে নেতৃবৃন্দ আব্দার ফারুকের কবর জিয়ারত করেন। এদিকে বাদ জুমা পারিবারিক উদ্যোগে শহীদ আব্দার ফারুকের প্রতিষ্ঠিত জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য মিজানুর রহমান খান, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।