নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সমীর কুন্ডুকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ ডিসেম্বর বিকেলে তাকে গ্রেফতার করে যশোর পুলিশের একটি টিম। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্র জানিয়েছে, সম্প্রতি যশোর কোতোয়ালি থানায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ৫টি মামলা হয়েছে। এসব মামলায় ৫ শতাধিক অজ্ঞাত ও ৩শ’র মত জ্ঞাত আসামি রয়েছেন। আরও আসামি গ্রেফতারে পুলিশ অভিযান চলমান রয়েছে। এর অংশ হিসেবে ৮ ডিসেম্বর সন্ধ্যায় অভিযান চলে মুসলিম একাডেমি মোড়ে। এসময় বুক কর্নারে ব্যবসায়ীক কাজে ব্যস্ত থাকা সমীর কুন্ডুকে গ্রেফতার করা হয়।
এর আগের রাতে যশোর উপশহর ইউনিয়ন পরিষদের মেম্বার স্থানীয় আওয়ামী লীগ নেতা জমীম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। জসিম উদ্দিন এলাকায় স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে কবর খোঁড়ায় ব্যাপক সুনাম অর্জন করেছেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল জানিয়েছেন, সমীর কুন্ডু ও জসীম উদ্দিনকে নাশকতা মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।