কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে উইকেয়ার ফেজ-১ এর আওতায় ঝিনাইদহ-যশোর মহাসড়ক (এন-৭) উন্নয়ন প্রকল্পের জন্য পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনা সম্পর্কে মতবিনিময় সভা হয়েছে। বুধবার কালীগঞ্জ পৌরসভার অডিটরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময়ে শহরের জমি মালিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমের সভাপতিত্বে এ মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহাসড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক তানিমুল হক, জমি অধিগ্রহণ পরামর্শক মোশাররফ হোসেন, পরিবেশ ও সামাজিক বিষয়ক টিম লিডার আসাদুজ্জামান চৌধুরি ও সামাজিক বিশেষজ্ঞ ওয়াজেদ আলী।
সভায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের ৪৮ কিলোমিটার রাস্তা ৬ লেনে উন্নীতকরণ প্রসঙ্গে জনসাধারণের বক্তব্য গ্রহণ করা হয় এবং কিভাবে জমি অধিগ্রহণ করা হবে সে বিষয়েও দিকনির্দেশনা দেয়া। এছাড়াও কর্মকর্তারা জমি অধিগ্রহণের ব্যাপারে মানুষের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন। এই মহাসড়ক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২০০ কোটি টাকা।
মতবিনিময়ে এমপি আনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতীর কল্যাণে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে। এজন্য মহাসড়কের দু’পাশে ক্ষতিগ্রস্থ ভবন মালিকদের ক্ষতিপূরণ দেয়ার বিষয়টিও নিশ্চিত ও সহজ করা হবে। এ সড়কটি নির্মাণ হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। ঝুঁকিমুক্ত নিরাপদ এ সড়কটির সুফল ভোগ করবে আগামী প্রজন্ম।
পৌর মেয়র আশরাফুল আলম বলেন, ঝিনাইদহ থেকে যশোর মহাসড়ক (এন-৭) উন্নয়ন প্রকল্পটি মেগা প্রকল্প। ছয় লেনের এই মহাসড়ক নির্মাণে পৌর এলাকার অনেক ব্যবসা প্রতিষ্ঠান ভাংতে হবে। ক্ষতি হবে মানুষের কোটি কোটি টাকা। কর্মহীন বেকার হয়ে পড়বে অনেক মানুষ। তিনি জনগণের স্বার্থ যেন বজায় থাকে সেদিকটা খেয়াল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান।