নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা টাইলস ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে অমল কুমার দেবনাথ সভাপতি ও তাবারক হোসেন সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের ভোলা ট্যাংক রোডের শেখ মঈন উদ্দিন ট্রেডাসের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ১২টি পদের মধ্যে ১০টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে অমল কুমার দেবনাথ ও সহসভাপতি পদে সাজ্জাদ হোসেন বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
যশোর জেলা টাইলস ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন কমিটির সভাপতি ও সদর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক এসএম নাজিমুল হক ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সম্পাদক পদে তাবারক হোসেন ৩১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল মাসুদ হাসান টিটো পান ২১ ভোট। এছাড়া সদস্যের ৯টি পদে রাজিয়া সুলতানা ৩৮ ভোট, আবুল কালাম আজাদ বাবুল ৩৩, মুক্তাদিরুল হক ৩৬, মেহেদী হাসান ৩৪, শরিফুল ইসলাম ৩৬, মেহেদী হাসান ৩১, কুরবান আলী ২৭, শেখ মাসুম বিল্লাহ ৩১ ও শেখর কুমার দেবনাথ ২৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নির্বাচনে ৫৫ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোটারধিকার প্রয়োগ করেন।
