মোয়াজ্জেম সভাপতি আলমগীর সম্পাদক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে যশোর ট্যাকসেস্ বার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোয়াজ্জেম হোসেন চৌধুরী সভাপতি ও বিএম আলমগীর সিদ্দিকী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার শাহরিয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, বুধবার দুপুর ১২টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। টানা ৩১ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে ৯৬ জন ভোটারের মধ্যে ৮৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে মোয়াজ্জেম হোসেন চৌধুরী ৪৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অশোক কুমার দাস পান ৩৯ ভোট। ৪৭ ভোট পেয়ে সহ-সভাপতি (১) নির্বাচিত হয়েছেন আলতাফ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আল ইসলাম পেয়েছেন ৩৬ ভোট। সহ-সভাপতি (২) নির্বাচিত হয়েছেন গোপীনাথ রায় চৌধুরী। তার প্রাপ্ত ভোট ৪৬। নিকটতম প্রতিদ্বন্দ্বি কাজী সাদাত হাসান শাহরিয়ার পান ৩৬ ভোট।
বিএম আলমগীর সিদ্দিকী ৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রশান্ত দেবনাথের প্রাপ্ত ৩২।
সহ-সাধারণ সম্পাদক (১) এর দুটি পদে ৪২ করে ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আজগার আলী খান টিটো ও ইফতেখার আলম রিপন।
সহ-সাধারণ সম্পাদক (২) নির্বাচিত হয়েছেন আমিরুল ইসলাম তন্ময়। তিনি পেয়েছেন ৪১ ভোট। কোষাধ্যক্ষ পদে চিরন্তন মল্লিক ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সর্বোচ্চ ৫০ ভোট পেয়ে সদস্য (১) নির্বাচিত হয়েছেন শেখ গোলাম রসুল। ৪৯ ভোট পেয়ে বোরহান উদ্দীন সিদ্দিকী, ৪৮ করে ভোট পেয়ে শাহজাহান আলী বিশ^াস ও বোরহান উদ্দিন জাকির সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া ৪৬ করে ভোট পেয়ে শফিকুল ইসলাম, গোলাম কুদ্দুস ও আবুল কালাম ৪২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।