নিজস্ব প্রতিবেদক
যশোর পৌরসভার উদ্যোগে বুধবার শহরের জেলরোড, দড়াটানা, মাইকপট্টি ও আরএন রোড এলাকার রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়েছে। বিশেষ করে জেল রোডের বিভিন্ন হাসপাতালের সামনে এবং সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা ও অবৈধ পার্কিং অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র সহকারী কমিশনার কে এম আবু নওশাদ।
তিনি জানান, গতকাল জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালানো হয়েছে। এসময় আমরা রাস্তার উপর অবৈধভাবে যানজট সৃষ্টিকারী বিভিন্ন ভ্যান এবং টং ঘরসহ মোট তিন ট্রাক অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে। ইতিমধ্যে তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
এছাড়াও শব্দদূষণ রোধে দড়াটানায় বিভিন্ন দোকানের উচ্চশব্দ সৃষ্টিকারী চারটি মাইক ও স্পিকার জব্দ করা করা হয়েছে।