নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের ‘সি’ গ্রুপের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে উপশহর ইয়থ ক্লাব। নিজেদের তৃতীয় ম্যাচে ইয়াং ক্রিকেটার্সকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নেয় উপশহরের দলটি। সোমবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে ৩৮ ওভার তিন বলে উপশহরের করা ১৮২ রানের জবাবে ৩৩ ওভার তিন বলে ১১৯ রানে গুটিয়ে যায় ইয়াং ক্রিকেটার্সের দলীয় ইনিংস। ৬৩ রানের জয়ে ছয় পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের সেরা হয়ে লিগের সুপার ফোর নিশ্চিত করেছে উপশহর ইয়থ ক্লাব। সমসংখ্যক ম্যাচ খেলে দু’টিতে জয় ও একটিতে পরাজিত হয়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইয়াং ক্রিকেটার্স। দু’টি করে ম্যাচ খেলে কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি পাইওনিয়র ক্রীড়া চক্র ও দি নিউ স্টার ক্লাব।
উপশহর ইয়থের ব্যাটিং ইনিংসে মিল্টন ৬৫ বলে পাঁচটি চারে ৩৮, রুমি ২৭ বলে একটি ছয়ে ১৭, রিয়াদ ১৮ বলে একটি চারে ১৫, জনি ৪০ বলে একটি চারে ২০ ও আরমান ২৪ বলে একটি চারে ২০ রান করেন। বল হাতে ইয়াং ক্রিকেটার্সের শাহারিয়ার ৩৯ রানে ও হৃদয় ১৮ রানে নিয়েছেন তিনটি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন বাবু, নাহিদ ও রায়হান।
ইয়াং ক্রিকেটার্সের ব্যাটিং ইনিংসে রাকিব ২৪ বলে ১৩, শাহারিয়ার অনিক ১৬ বলে ১০, তৌহিদুল ইসলাম ২৮ বলে ১৪, শাহারিয়ার ৪৬ বলে ২৩, নাহিদ মাহমুদ ২৪ বলে ১১ ও রায়হান ২৫ বলে ২০ রান করেন। বল হাতে উপশহর ইয়থের রয়েল ২৫ রানে ও রুমি আট রানে তিনটি, সুমন ১২ রানে দু’টি এছাড়া একটি উইকেট নিয়েছেন শিমুল।
