নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের নিজস্ব দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে চৌগাছা ক্রিকেট ক্লাব। শনিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ৫০ রানে শতদলকে পরাজিত করে। চৌগাছার করা ১৬৪ রানের জবাবে ২৬ ওভার ২ বলে ১১৪ রান করতে পারে শতদল।
উভয় দলেরই এটি দ্বিতীয় ম্যাচ ছিল। চৌগাছা প্রথম জয় পেলেও এখনও জয়ের দেখা পায়নি শতদল।
টস জিতে ব্যাট করে ৫০ ওভারের ম্যাচে চৌগাছা ৩৮ ওভার চার বলে সব ক’টি উইকেট হারিয়ে ১৬৪ রান করে। চৌগাছার সোহেল ১৪ বলে দু’টি চার ও একটি ছয়ে ১৭, দলের অপর ব্যাটার সোহেল ২৮ বলে দু’টি চারে ১৭, সুজন ৮০ বলে তিনটি চারে ৪১, তপু ৪৬ বলে একটি চারে ১৭ ও সোহাগ ১৯ বলে চারটি ছয়ে ২৯ রান করেন।
বল হাতে শতদলের মেহেদী হাসান পলাশ ১৭ রানে চারটি, স্বাধীন ৪৪ রানে তিনটি, জুম্মান হোসেন ৪২ রানে দু’টি এবং একটি উইকেট নিয়েছেন নাছির উদ্দিন মান্নান।
শতদলের ব্যাটারদের মধ্যে আকিব রাফি ২৭ বলে একটি চারে ১০, স্বাধীন ৩২ বলে একটি চারে ১৩, রেজা খান ৫০ বলে তিনটি চার ও ছয়ে ৫০ রান করেন। বল হাতে চৌগাছার আরিছ ৩০ রানে তিনটি, রুম্মন ১৭, রিফাত ২৭ ও টুটুল ১৯ রানে নিয়েছেন দু’টি করে উইকেট।