নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বের প্রতিটি ম্যাচই টিকে থাকার লড়াই। নক আউট ভিত্তিক লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয় শতদল ও দি নিউ স্টার ক্লাব। শামস্-উল-হুদা স্টেডিয়ামে প্রথম দিনই কপাল পুড়েছে নিউ স্টার ক্লাবের। শতদলের কাছে ২৩ রানে হেরে অবনমন হয়ে দলটি আগামী মৌসুমে খেলবে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে। নিউ স্টার ক্লাবকে দ্বিতীয় বিভাগে নামিয়ে প্রথম বিভাগে টিকে রইলো শতদল।
বুধবার ঘন কুয়াশার কারণে ৩৯ ওভারে নেমে আসা ম্যাচে শতদলের অধিনায়ক জুম্মান হোসাইন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে অল আউট হওয়ার আগে ১৮২ স্কোর করে। ব্যাট হাতে দলের পক্ষে আকিব রাফি ৪৫ বলে ৬টি চার ও একটি ছয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন। এরপাশে জুম্মান হোসেন ২০ বলে ৪টি চারে ২৯, জাভেদ মোস্তফা ৪৫ বলে ১টি চারে ২৮ ও মেহেদি হাসান পলাশ ২৬ রান করেন।
বল হাতে মিরাজ ৩০ রানে ৩টি, রাকিব ৩০ রানে ২টি, রায়হান, আমিনুর ও সৈকত ১টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে নিউ স্টারের দুই ওপেনার ধীর গতিতে ব্যাটিং করেন। দুজনে মিলে ৭৪ রান করলেও খেলেন ২১ ওভার। পরে কোন দ্রুত গতির রান তুলতে না পারায় ৩৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ করতে পারে তারা। ব্যাট হাতে আমিনুর রহমান ১১৫ বলে ৩টি চার ও এক ছয়ে ৪৯, রাকিব ৫০ বলে ২টি চার ও এক ছয়ে ৩৭ এবং মুক্ত ২৪ রান করেন।
বল হাতে শতদলের সাইমন ৩০ রানে ৩টি, পলাশ ৪৪ ও ইমামুল গালিব ২৪ রানে ২টি করে উইকেট দখল করেন।