নিজস্ব প্রতিবেদক
যশোরে হাসিবুল ইসলাম (১৯) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রোববার সকালে শহরের বারান্দিপাড়া ঢাকার ব্রিজের পাশে। তিনি সদরের রাজারহাটের মনিরুল ইসলামের ছেলে ও যশোর সরকারি কলেজের ২০২১-২২ ব্যাচের বাণিজ্যিক বিভাগের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, শহরের বারান্দিপাড়া ঢাকার ব্রিজের পাশে দুই গ্রুপের মধ্যে হট্টগোল হচ্ছিলো। হাসিবুল কলেজে যাওয়ার পথে হট্টগোলের মধ্যে পড়ে গেলে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে। এসময় কলেজের শিক্ষার্থীরা খবর পেয়ে এগিয়ে গেলে হট্টগোলকারীরা তাকে ফেলে পালিয়ে যায়। শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক সামস জানান, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশংকাজনক।