নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও যশোর পৌর প্রশাসক রফিকুল হাসান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ ও জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাক্তণ জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম, জিলা স্কুলের প্রাক্তণ প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, যশোর কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেন, নব কিশলয়ের অধ্যক্ষ লায়লা শিরিন সুলতানা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ ও শিরিনা খাতুন। প্রতিযোগিদের বিস্কুট দৌড়, ৫০ মিটার দৌড়, পোষাক পরিধান দৌড়, টমেটো মুখে দৌড়, মোরগ লড়াই, লাফদড়ি খেলা, এক পায়ে দৌড়, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বালিশ বদলসহ মোট ৭০টি ইভেন্টে ৭০০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।
এছাড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গন রং বেরঙ্গের বেলুন ফেস্টুন দিয়ে সুসজ্জিত করা হয়।