নিজস্ব প্রতিবেদক: শুক্রবার সন্ধ্যায় ‘আমাদের কথা আমাদের কবিতা’ শীর্ষক অনুষ্ঠানে কবি সাহিত্যিক আর আবৃত্তি শিল্পীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে যশোর সাহিত্য পরিষদ প্রাঙ্গন। কবিতায় কবিতায় মুখর ছিল অনুষ্ঠানস্থল। ঈদ পুনর্মিলনী উপলক্ষে যশোর সাহিত্য পরিষদ এই আয়োজন করে।
শহরের চেনামুখগুলোর উপস্থিতি খোশ গল্প আর আবৃত্তি এই সন্ধ্যা হয়ে ওঠে স্বর্ণালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবাল। বক্তৃতা আর আবৃত্তিতে অংশ নেন পরিষদের সাবেক সভাপতি হারুন অর রশিদ, সংস্কৃতিজন দীপংকর দাস রতন, কবি নান্নু মাহাবুব, ড. শাহনাজ পারভীন, কাজী মাজেদ নওয়াজ, মাসুক শাহী, সাংবাদিক হাবিবুর রহমান মিলন, ছড়াকার রিমন খাঁন, কাজী শাহেদ নওয়াজ, শামিমা ইয়াসমিন শম্পা, ফারজানা ববি, কাজী রকিবুল হক, নিশাত নওরজ পাতা, সানজিদা সুমি, মেহেজাবিন শিলা প্রমুখ।