নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ ৭২ হাজার ১০০ টাকা মূল্যের মাদকদ্রব্য, শাড়ি, কম্বল ও কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল, পাঁচপীরতলা, রঘুনাথপুর বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় পরিচালিত অভিযানে ভারতীয় ফেনসিডিল, গাঁজা, মোটরসাইকেল, শাড়ি, কম্বল, থ্রিপিস, চকলেট, ওষুধ ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। বিজিবির এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।