সংবাদ বিজ্ঞপ্তি
বেনাপোল বিওপি’র অধীনস্থ আমড়াখালী চেকপোস্টের অদূরে রেললাইনের পাশ থেকে গতকাল ৬ কোটি ২৪ লাখ টাকা মূল্যের ৬ বোতল এলএসডি, ১৮ পিস ক্লোভ-জি ক্রিম এবং ১৯ পিস স্কিন সাইন ক্রিম উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সন্দেহভাজন এক ব্যক্তি ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিল। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে হাতের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি ব্যাগ তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬ কোটি ২৪ লাখ টাকা মূল্যের ৬ বোতল এলএসডি, ১৮ পিস ক্লোভ-জি ক্রিম এবং ১৯ পিস স্কিন সাইন ক্রিম উদ্ধার করে।
অপর একটি অভিযানে বিজিবি শার্শার শিকারপুর সীমান্তে ভারতের দিক থেকে আসা দুইজনকে ধাওয়া করলে কাঁধে থাকা বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। মালিকবিহীন অবস্থায় ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এছাড়াও গত ৫ সেপ্টেম্বর কাশিপুর বিওপির একটি টহল দল ৬ বোতল ফেনসিডিল, ১৯০ গ্রাম ভারতীয় গাঁজা, ১টি মোবাইল ফোন উদ্ধার করে। এসময় একজনকে আটক করা হয়েছে বলে বিজিবি দাবি করলেও তার নাম প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেননি।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটককৃত আসামি ফেনসিডিল, গাঁজা ও মোবাইল থানায় জমা করা হয়েছে। বিভিন্ন প্রকার ক্রিম বেনাপোল কাস্টমস্ হাউজে জমা ও এলএসডি ধ্বংস করার জন্য অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
