নিজস্ব প্রতিবেদক
যশোর সেনানিবাসে সেনাবাহিনী প্রধানকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর সেনানিবাসে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস এর একটি চৌকসদল বিদায়ী সংবর্ধনায় সামরিক রীতিতে কুচকাওয়াজ প্রদর্শন করেন।
আনুষ্ঠানিকতা শেষে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে তার বিদায়ী বক্তব্য রাখেন। সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে দায়িত্ব পালনকালে তাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন। পরিশেষে, বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস আধুনিক যোগাযোগ, যোগাযোগ নিরাপত্তা, তথ্য প্রযুক্তির উন্নয়ন ও গবেষণার পাশাপাশি অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর পূর্বে সেনাবাহিনী প্রধান যশোর সেনানিবাসে পৌঁছালে তাকে স্বাগত জানান ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার। এছাড়াও সেনাবাহিনী প্রধান যশোর এরিয়ার সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ করেন এবং সকলের সাথে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, চিফ কনসালটেন্ট জেনারেল, এডহক সিএসসি ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কোর অব সিগন্যালস এর জ্যেষ্ঠ কর্মকর্তাগণসহ ৫৫ পদাতিক ডিভিশনের উর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও অন্যান্য পদবির সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিনি ২০২২ সালের গত ৮ মার্চ কোর অব সিগন্যালস এর ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।