নিজস্ব প্রতিবেদক
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জামায়াত ইসলামী মনোনীত আসন্ন জাতীয় সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ মতবিনিময় করেছেন। প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ১৯৬১ সালে যশোর শহরের খড়কি পীরবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি যশোর সরকারি এমএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক শরিফ হোসেনের সন্তান। ১৯৮৫ সালে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নকালে কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
পরবর্তীতে ১৯৮৯ সালে উচ্চ শিক্ষার জন্য লন্ডনে রয়েল কলেজ অব পেডিয়াট্রিকস্ অ্যান্ড চাইল্ড হেলথ থেকে ডিসিএইচ, এমআরসিপিসিএইচ ও এফআরসিপিসিএইচ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদ এর প্রধান পৃষ্টপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংগঠনের মাধ্যমে তিনি ঝিকরগাছা-চৌগাছা উপজেলার সুবিধা বঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার চেষ্টা করছেন বলে উল্লেখ করেন।
তিনি জানান, উপজেলা দুটির পৌঁরসভা এবং প্রতিটি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। প্রতিটি ক্যাম্প থেকে প্রতিদিন গড়ে দুই সহস্রাধিক রোগী চিকিৎসা সেবা পাচ্ছেন। ক্যাম্পে ফ্রি ওষুধ ও চশমা বিতরণ করা হচ্ছে। এখান থেকে বাংলায় অনুদিত প্রায় ২০ হাজার পবিত্র কুরআন বিনামুল্যে বিতরণ করা হয়েছে। চলমান এই কর্মকা-ে ইতিমধ্যে ২০টি ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।
মতবিনিময় সভায় তিনি আরো বলেন, কিছুদিন আগে যখন ডেঙ্গু’র প্রকোপ বৃদ্ধি পাচ্ছিলো তখন প্রতিটি ইউনিয়নে মশক নিধন কর্মসূচি সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, ১৯৮১ সালে এ অঞ্চলের সুপরিচিত আদ-দ্বীন হাসপাতাল প্রতিষ্ঠার সাথে শুরু থেকেই সম্পৃক্ত রয়েছি। বর্তমানে আদ্-দ্বীন ফাউন্ডেশন ৪টি মেডিকেল কলেজ ও ৮টি হাসপাতাল, ৪টি নার্সিং ইনস্টিটিউটের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রেখেছে। মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোর চিকিৎসা সেবা ও শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। এজন্য চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান কাজে সম্পৃক্ত রয়েছি।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নিত করতে বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করে সৃষ্ট সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রেখেছি। এছাড়া ইতোমধ্যে ঝিকরগাছা-চৌগাছার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসায় মন্ত্রণালয়ে যোগাযোগ করে কিছু ভবন নির্মাণ এবং সংস্কারের জন্য ফান্ড এনেছি। জনগণ যদি আমার প্রতি আস্থা রাখে তবে ঝিকরগাছা-চৌগাছা উপজেলা দুটিকে আধুনিক-সমৃদ্ধ-আলোকিত-উন্নত এবং সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতি-মাদকমুক্ত ও শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, কৃষি, যুব উন্নয়ন, সড়ক যোগাযোগের ক্ষেত্রে উন্নততর এবং সমাজের সকল স্তরের ন্যায়-ইনসাফের ভিত্তিতে শান্তিপূর্ণ ঝিকরগাছা-চৌগাছা গড়ার লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য সাবেক ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ, ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম, চৌগাছা উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান আল মামুন, প্রেস সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক প্রমুখ।