নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার নতুনহাট এলাকার একটি পাটক্ষেত থেকে সোমবার বুলবুল হোসেন (৩৬) নামে একজন ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরতলীর রাজারহাট বাজার এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
ডিবি পুলিশের এসআই মো. মফিজুল ইসলাম জানান, সোমবার বিকেলে নতুনহাট পাবলিক কলেজ এলাকার একটি পাটক্ষেতের ভেতর থেকে পচা গন্ধ পেয়ে স্থানীয় লোকজন সেখানে যান। তারা সেখানে গিয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ দেখতে পান। ওই ব্যক্তির অন্ডোকোষ থেতলানো এবং গলায় আঘাতের চিহ্ন ছিলো। পরবর্তীতে জানা যায়, লাশটি বুলবুল হোসেন নামে একজন ইজিবাইকচালকের। পুলিশ লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বুলবুল হোসেনের ভাই ফরহাদ জানান, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে গিয়ে পরণের প্যান্ট ও গায়ের গেঞ্জি দেখে লাশটি তার ভাইয়ের বলে শনাক্ত করেছেন। তিনি আরও জানান, গত ৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে তার ভাই ইজিবাইক নিয়ে বাড়ি হতে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তারা কোতয়ালি থানায় জিডি করেছেন। তবে তার ভাইয়ের লাশ পাওয়া গেলেও ইজিবাইকের সন্ধান পাওয়া যায়নি।