নিজস্ব প্রতিবেদক
যশোরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দিবসটি উপলক্ষে মানব বন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপপরিচালক আল-আমিন। বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক, টিআইবি-সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল। অনুষ্ঠানে বক্তারা দুর্নীতি দমন ও প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার স্বতঃস্ফূর্ত আহবান জানান। এর আগে যশোর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় প্রাঙ্গনে ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এর পর উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে- দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা বের হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে দড়াটানা এসে শেষ হয়। সেখানে জেলা প্রশানন, বিভিন্ন সরকারি দপ্তরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন হয়।