নিজস্ব প্রতিবেদক: শহরের ষষ্ঠীতলা বসন্তকুমার রোডস্থ ও পুলিশ লাইন টালীখোলা মাদ্রাসা মোড়ে অভিযান চালিয়ে ডিবি পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ৫৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- গোপালগঞ্জ জেলার মোকছেদপুর গ্রামের পাঁচড়া পূর্বপাড়ার (বর্তমানে যশোর শহরের ষষ্ঠীতলা বসন্তকুমার রোডস্থ জনৈক নওরোজ বাবলুর বাড়ির ভাড়াটিয়া) নিশান হোসেন ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চকরিয়া ৮নং ওয়ার্ড এলাকার মৃত আলহাজ্ব শুকুর আলীর ছেলে আব্দুর রহমান।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, ১ মে সকালে গোপন সূত্রে খবর পেয়ে ডিবি’র এএসআইসহ একদল পুলিশ শহরের টালীখোলা মাদ্রাসা মোড়ের আমির চটপটির দোকানের সামনে পিচের রাস্তার উপর থেকে আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩শ’ ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সদস্যরা ১ মে সকাল সাড়ে ১১ টার দিকে শহরের ষষ্ঠীতলা বসন্ত কুমার রোডস্থ জনৈক নওরোজ বাবলুর বাড়ির ভাড়াটিয়া নিশান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ২শ’ ১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা দেয়।