নিজস্ব প্রতিবেদক
যশোরে ইন্টারনেট ব্যবসায়ীরা শহরের ছয় ওয়ার্ডে নিরাপদে ব্যবসা করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। স্থানীয় একটি চক্র তার ও টিজে কেটে দিচ্ছে এবং কাজ করতে গেলে কর্মচারীদের হত্যার হুমকি দেয়া হচ্ছে। এজন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। রোববার দুপুর ১২ টায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন বিটিআরসির লাইসেন্সধারী যশোরের ২০টি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানগুলোর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জান কম্পিউটারের পরিচালক সঞ্জয় সাহা বলেন, তারা নিরবচ্ছিন্ন দ্রুত গতির ব্রডব্যান্ড ইন্টারনেন্ট তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছেন। একই সাথে তারা লাখ লাখ টাকা সরকারকে ভ্যাট দিচ্ছেন। কিন্তু আইন মেনে ব্যবসা করলেও শহরের মাইকপট্টি, পোস্টঅফিস পাড়া, সার্কিট হাউজ পাড়া, ষষ্ঠীতলাসহ ছয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জোর করে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাদের গ্রাহকদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে তাদের অবৈধ সংযোগ নিতে বাধ্য করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, রিয়াজ উদ্দিন আবির নামে একজন ইন্টারনেট ব্যবসায়ী ছয় নম্বর ওয়ার্ডে এক নেতার নাম ভঙিয়ে একাধিকবার তারা ক্যাবল, টিজে কেটে নিয়ে গেছে। গ্রাহকদের বলা হয়েছে, এই এলাকায় ব্যবসা করতে গেলে, বসবাস করতে হলে তাদের সংযোগ নিতে হবে। কাজ করতে গেলে কর্মচারীদের হত্যার হুমকি দেয়া হয়েছে। এজন্য ব্যবসায়ীরা তাদের কর্মচারীদের নিরাপত্তা ও টানানো ক্যাবলের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। সংবাদ সম্মেলন থেকে ব্যবসায়ীরা তাদের কর্মচারীদের ও ব্যবসায়ের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টি-নেটওয়ার্কের প্রোপাইটর তৌহিদুল ইসলাম, যশোর আইটির সিইও নাফিজ ইকবাল, ফাতেমা টেক সল্যুশনের অ্যাডমিন অফিসার ইসমাইল হোসাইন, ঘুনি ব্রডব্যান্ডের ম্যানেজার মুরাদ হোসেন, বেনাপোল নেট-এর প্রোপাইটর হাসান, আস্থা নেটওয়ার্কের প্রোপাইটর অমিত অধিকারী, হিসেল নেটওয়ার্কের প্রোপাইটর মোহাম্মদ হিমেল, এসকে নেটওয়ার্কের প্রোপাইটর সাইদুর রহমান প্রমুখ।
