নিজস্ব প্রতিবেদক: যশোর ডিবি পুলিশ অভিযান চালিয়ে চৌগাছা থেকে ১২০ পিচ ইয়াবাসহ চার মাদক কারবারীকে আটক করেছে।
বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খড়কেডাঙ্গার বাসিন্দা হাসানুজ্জামান (২৩), চৌগাছা থানার ফুলসারা পশ্চিমপাড়ার বাবুল হোসেন (২৭), গোপালগঞ্জ জেলার মকছুদপুর থানার গদার বাজুন্দী গ্রামের হাসান শেখ (৩১) ও চৌগাছা পৌরসভার বাকপাড়ার আরিফুল ইসলাম (২০)।
ডিবির ওসি রুপন কুমার সরকার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান, এসআই সাদ্দাম হোসেন, এএসআই আজাহারুল ইসলাম ও এএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
চৌগাছা পৌরসভার নিরিবিলি পাড়া, বাকপাড়া ও উপজেলার ফুলসারাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বর্তমান আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান থানায় মামলা করেছেন।