নিজস্ব প্রতিবেদক
ইলেকশন রিপোর্টিং বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে যশোরে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের একটি হোটেল মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে নিউজ নেটওয়ার্ক।
গণতন্ত্রকে এগিয়ে নেয়ার জন্য মিডিয়ার সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ইউএসএইড ও ইন্টারনিউজের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান পিকুল।
উপস্থিত ছিলেন, নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী বীরমুক্তিযোদ্ধা শহিদুজ্জামান, ইন্টারনিউজের প্রোগ্রাম কোর্ডিনেটর সাখাওয়াত হোসেন, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম স্পেশালিস্ট রেজাউল করিম, ট্রেনিং কো-অর্ডিনেটর জিয়াউর রহমান।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক সুলতান মাহমুদ ও ফারাজী সাঈদ আহমেদ বুলবুল।
কর্মশালায় যশোরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালের ২০ সাংবাদিক অংশগ্রহণ করছেন। কর্মশালা শেষ হবে শনিবার (২৮ অক্টোবর)।