নিজস্ব প্রতিবেদক
যশোরে সুবিধা বঞ্চিত পরিবারের শিশু, কিশোর ও কিশোরীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের পালবাড়ি খয়েরতলা কমিউনিটি, নতুন খয়েরতলা আয়শা পল্লী মাঠ ও পাগলাদহ বিহারী কলোনিতে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশ এর পারস্পরিক সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় কিশোর-কিশোরীরা কাবাডি, ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেন।
কিশোর ও কিশোরীদের অনৈতিক কাজ থেকে বিরত রাখা, শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধির পাশাপাশি ক্রীড়ায় মনযোগী করার লক্ষ্যে প্রতিযোগিতার বাস্তবায়ন করেছে যশোর জেলা ক্রীড়া অফিস।
বিকেলে খয়েরতলা কবরস্থান মাদ্রাসা সংলগ্ন মাঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলন। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা খালেদ জাহাঙ্গীর, সাবেক ক্রীড়া কর্মকর্তা ইফতেখার আলম, ইউনিসেফ প্রতিনিধি মিনা বেগম, যুবলীগ নেতা ফিরোজ আলম, ক্রীড়া সংগঠক শেখ শাহজাহান রনি প্রমুখ।