নিজস্ব প্রতিবেদক
যশোরের ডিবি পুলিশ শহরতলীর পালবাড়ী ভাস্কর্যের মোড় থেকে এক কেজি গাঁজাসহ সুমন মোল্লা ওরফে মুকুল ওরফে জেমস নাম একজনকে আটক করেছে। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা (শ্যামনগর গ্রামের সৈয়দ মোল্লার ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুমন মোল্লাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবির এস আই হামিদুর রহমান বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পান শহরতলী পালবাড়ীর ভাস্কর্যের মোড় ইসলামী ব্যাংকের সামনে খালি জায়গায় গাঁজা নিয়ে একজন অবস্থান করছে। সেখানে অভিযান চালায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা নিয়ে অবস্থান করা যুবক সুমন মোল্লা দ্রুত পালানোর চেষ্টার এক পর্যায়ে ব্যর্থ হয়। পরে ডিবি পুলিশ তাকে আটক করে। তার কাছে থাকা একটি ব্যাগের মধ্যে রাখা এক কেজি ওজনের গাঁজা উদ্ধার করা হয়।
সর্বশেষ
- যশোরে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী ইমলাক আটক
- যশোর করোনারি কেয়ার ইউনিটে মিলবে সংকটাপন্ন রোগীর সেবা
- ইনাম আহমেদকে অপসারণ দাবিতে ঐক্যবদ্ধ যশোরের ক্রীড়া সংগঠকরা
- ডিসিকে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা
- মণিরামপুরের চিহ্নিত সন্ত্রাসী সোহেলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড
- যশোরের আরবপুর ও উপশহর বিএনপি এবং যুবদল নেতাকে অব্যাহতি
- এবার কারাগারে শুরু ডোপ টেস্ট, শনাক্ত ৮
- আফগান সীমান্তের কাছে পাক সেনাদের অভিযান, নিহত ৩১