নিজস্ব প্রতিবেদক
যশোরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রাম্য ডাক্তার তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। ২০ অক্টোবর রাতে সদর উপজেলার ডহেরপাড়া গ্রামের এই ঘটনার পরে ২৪ অক্টোবর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। তরিকুল ইসলাম একই গ্রামের কামাল ফকিরের ছেলে।
এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মামলায় জানিয়েছেন, আসামি গ্রাম্য ডাক্তার সম্পর্কে তার দেবর। ফুফু শাশুড়ির ছেলে। বিভিন্ন সময় তরিকুলের কাছ থেকে চিকিৎসা সেবা নেয়ায় এবং আত্মীয় হওয়ায় প্রায়ই তার বাড়িতে এসে ওষুধপত্র দিয়ে যান। তিনি অসুস্থ হওয়ায় তরিকুল ইসলাম তাকে চিকিৎসা দেয়ার জন্য বাড়িতে আসেন। ২০ অক্টোবর ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে ওষুধ দিতে এসে কেউ না থাকার সুযোগ কাজে লাগিয়ে গৃহবধূকে কুপ্রস্তাব দেন। রাজি না হলে জোর করে ধর্ষণ করে। এসময় গৃহবধূ চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাক্তার তরিকুল পালিয়ে যায়। এই ঘটনায় ২৪ অক্টোবর কোতোয়ালি থানায় ভুক্তভোগী নারী মামলা করেন। পুলিশ ওইদিনই বাড়ি থেকে গ্রাম্য ডাক্তার তরিকুল ইসলামকে আটকের পর আদালতে সোপর্দ করে পুলিশ।